Posts

Litter করে চরম লজ্জায় পড়ে যাওয়ার কাহিনী

Image
১৯৯৮ সালের ঘটনা। মাত্র ১ মাস হলো ঢাকা থেকে এসেছি যুক্তরাষ্ট্রের Minnesota-তে।নতুন দেশ, নতুন কালচার - সবকিছুই নতুন। চোখে সবকিছুই রঙ্গিন লাগে। নানা বর্ণের মানুষ, চকচকে রাস্তাঘাট, বাড়ীঘর। America এসে প্রথম মাস কেমন কেটেছে সেটা না হয় আরেকদিন বলবো। আজ specifically 'Littering' নিয়ে কিছু কথা বলি। দেশে থাকতেও পরিবার থেকে, স্কুল থেকে শিখেছি যেখানে সেখানে এটা ওটা ফেলা ঠিক নয়। মানে চিপসের খালি প্যাকেট, খালি কোকের বোতল, চুইং গাম, কাগজ ইত্যাদি যেখানে সেখানে ফেলা ঠিক নয়। কিন্তু তার পরও সঙ্গদোষে দেশে থাকতে মাঝে মধ্যেই Littering করেছি। হয়তো গাড়ি চালাচ্ছি - smoking শেষ, ব্যাস buttটা ছুড়ে ফেলে দিলাম রাস্তায়। কিংবা কোকের ক্যানটা ফেলে দিলাম কোনো বাড়ীর দেয়ালের পাশে। Anyway, একদিন দুপুরের দিকে University Class শেষে ফিরছি।ক্যাম্পাস থেকে আমার apartment ছিলো পায়ে হেটে ১৫ মিনিটের পথ। ক্যাম্পাসের সীমানা পেরিয়ে apartment complex-এ ঢুকেছি - হাতে কোকের (Coke) একটি Plastic-এর ছোট বোতল প্রায় শেষের দিকে। অন্যমনষ্ক ছিলাম এবং বোতলটির কোক শেষ হতেই ফুটপাতের পাশে এক বিল্ডিং-এর দেয়ালের পাশে ছুড়ে মারলাম।